গণতন্ত্রের স্বার্থে দুর্নীতিবাজদের বর্জন করতে হবে

৮ এপ্রিল ২০১৭ ইং শনিবার সকাল ১১:৩০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি’ নিয়ে গণ ফ্রন্ট, চট্টগ্রাম শহর শাখা আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, চেয়ারম্যান, গণ ফ্রন্ট ও সভাপতি, জাতীয় কর আইনজীবী সমিতি। সভায় প্রধান অতিথির ভাষণে গণ ফ্রন্ট এর চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন বলেন- ‘গণতন্ত্রের স্বার্থে দুর্নীতিবাজদের বর্জন করতে হবে। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে- অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সব দলের অংশ গ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারকেই নির্বাচন কমিশনের মাধ্যমে করতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করবেন না বলে আমাদের বিশ্বাস। বর্তমান সংসদ বিতর্কিত হলেও বর্তমান প্রধানমন্ত্রীর সময়েই ছিটমহল ও সমুদ্র সমস্যার সমাধান হয়েছে।’
সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট আজমল হোসেন শিমু প্রেসিডিয়াস মেম্বার, গণ ফ্রন্ট, জনাব শরীফুল ইসলাম, স্ট্যান্ডিং কমিটির সদস্য, গণ ফ্রন্ট, উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য এ্যডভোকেট কনিকা মাহফুজ আরা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান, ঢকা মহানগর দ: আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব আঃ আলিম ও প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন হাজী মোঃ আব্দুল্লাহ, আহ্বায়ক, গণ ফ্রন্ট, চট্টগ্রাম শহর শাখা ।
উক্ত সভায় ১৫ সদস্য বিশিষ্ট গণ ফ্রন্টের চট্রগ্রাম শহর শাখা গঠন করা হয়। সভাপতি হাজী মোঃ আব্দুল্লাহ ও মহাসচিব অধ্যাপক ডাঃ মুহাম্মদ শরিফুল কবির।

Facebook
Pinterest
Twitter
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *